পার্বত্য অঞ্চলের উন্নয়নের সুফল মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে: বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ায় র্নিমিত বৌদ্ধ বিহারের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পার্বত্য অঞ্চলের উন্নয়নের সুফল পাহাড়ের মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে। বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থায়নে ৬কোটি ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন কালে একথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার,আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী ,উন্নয়ন নিয়েই কাজ করছে সরকার। আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশের ন্যায় পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড ,পাড়া,মহল্লায় উন্নয়ন সাধিত হচ্ছে।
বুধবার সকালে বান্দরবান জেলা সদরের ২নং কুহালং ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যায়ে বিক্রীছড়ি মুখ পাড়া থেকে মিনঝিড়ি পাড়া হয়ে থোয়াইংগ্যাপাড়া পর্যন্ত রাস্তা,ব্রীজ,কালভার্ট ও প্রতিরোধক ও ৩৫ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যায়ে সদর উপজেলা কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ায় র্নিমিত বৌদ্ধ বিহারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু, সদস্য ম্রাসা খেয়াং,সদস্য তিংতিংম্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ,ঠিকাদার উজ্জল কান্তি দাশ, তাপস কান্তি দাশসহ রাজনৈতিক নেতৃবর্গ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন