পার্বত্য অঞ্চল প্রাকৃতিক সম্পদের ভরপুর : রাঙামাটিতে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার

NewsDetails_01

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়িতে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার
প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা এবং জলবায়ু ভারসাম্য রক্ষার্থে টেকসই ও সামাজিক বনায়ন নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, পার্বত্য অঞ্চল প্রাকৃতিক সম্পদের ভরপুর এই সম্পদ রক্ষা করা গেলে পার্বত্য অঞ্চল বিশ্বের কাছে খুবই পরিচিত লাভ করবে বলে তিনি মন্তব্য করেন। আজ বুধবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সংরক্ষিত বনাঞ্চলে চিটাগাং হিলট্র্যক্টস ওয়াটারশেড কো ম্যানেজমেন্ট এক্টিভিটি এসআইডি-সিএইচটি প্রকল্পে কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমের সংবাদকর্মীদের তিনি এ কথা বলেন।
এ সময় ইউসএস আইডির প্রধান পরিচালক ডেরিক ব্রাউন, রাষ্ট্রদূতের সহধর্মীনি মিসেল এ্যাডেল মিল, রাঙ্গামাটি বনসংরক্ষক ছানাউল্লাহ পাটোয়ারী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন