পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : নিখিল কুমার চাকমা

পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের মিলেমিশে কাজ করতে হবে। জোর দিতে হবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষন ও প্রতিযোগিতা আয়োজনের দিকে। আজ বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী মিলনায়তনে বোর্ডের “ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন” খাত হতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদানের “চেক বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ কথা বলেন।

নিখিল কুমার চাকমা বলেন, এ অঞ্চলের খেলোয়াড়দের বিশেষ মুল্য আছে। সেটি কোন অবস্থাতেই হারিয়ে যেতে দেওয়া হবে না। ইদানিং মহিলা ক্রীড়াবিদরা ভাল করছে, সুনাম কুড়িয়ে আনছে। তাদের ধরে রাখতে হবে, পরিচর্যা করতে হবে। পাহাড়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনুপযোগী মাঠগুলো সংষ্কারের উদ্যোগ নেয়া হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার অধীনে খেলাধুলা যাতে আরো গতি পায়, সেজন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতা অব্যাহত থাকবে।

NewsDetails_03

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-পরিকল্পনা (উপ-সচিব) মোঃ জসীম উদ্দিন, সদস্য-বাস্তবায়ন (উপসচিব) মোহাম্মদ হারুন অর রশীদ সহ বিভিন্ন ক্লাব ও ফুটবল একাডেমীর প্রতিনিধি।

এদিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১০টি ক্লাব ও একাডেমীকে ১৬ লাখ ১৮ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন