পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি মুছে দেয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কনে বাধা প্রদান এবং মুছে ফেলার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শুক্রবার (১৬ আগস্ট ২০২৪) পাহাড়ী (আদিবাসী) ছাত্র সমাজের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, পার্বত্য অঞ্চলের জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং কোনো প্রতিকূলতাই এই আন্দোলনকে থামাতে পারবে না।

NewsDetails_03

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, পার্বত্য চট্টগ্রামে একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। তারা পার্বত্য জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে পূর্ণ ক্ষমতা প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে সব মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার দাবি তুলে ধরেন। এছাড়াও, পার্বত্য চট্টগ্রামের জনগণের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের প্রয়োজনীয়তাও জোরালোভাবে উপস্থাপন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী উত্তম ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী জেকি চাকমা, জেসিকা চাকমা সহ অন্যান্য শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন। তারা পার্বত্য চট্টগ্রামের সকল আঞ্চলিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে অধিকারের দাবিতে সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত পার্বত্য চট্টগ্রামের জনগণের সাংবিধানিক স্বীকৃতির দাবি আজও পূরণ হয়নি। শিক্ষার্থীরা দৃঢ়প্রতিজ্ঞ, তারা অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত রাখবে।

আরও পড়ুন