তিনি আরও বলেন, সরকার সংবিধানের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠীদের প্রথা ব্যবস্থা সমুন্নত রাখতে হেডম্যান কার্বারী প্রথা চালু রেখেছে। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীদের অশুভ শক্তিতে তারা সে ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করতে পারছেন না দাবি করে নিজেদের অধিকার ও কর্তব্য সর্ম্পকে সজাগ হওয়ার আহব্বান জানান।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে সম্প্রীতি সম্মেলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। সম্মেলনে উর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ খাগড়াছড়ি সার্কেলের ৬৭৭ জন হেডম্যান কার্বারী উপস্থিত ছিলেন।