খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সাদিকুল ইসলাম, শান্ত হত্যাকাণ্ডসহ পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে চালানো দেশ বিদেশী বিভিন্ন ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনাসহ পার্বত্য চট্টগ্রাম থেকে তোলা নেয়া সকল সেনা ক্যাম্প প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ(পিবিসিপি)। শনিবার বেলা সাড়ে ১০টায় মাটিরাঙা উপজেলা বাজারের তবলছড়ি চত্ত্বর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে মাটিরাঙা ও গুইমারা উপজেলার শতাধিক বাঙালী নর-নারী অংশগ্রহণ করেন। পিবিসিপি মাটিরাঙা উপজেলা শাখার সভাপতি মো: রবিউল ইসলাম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিবিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ হাওলাদার, পিবিসিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: আসাদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: লোকমান হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মো: ইব্রাহিম মনির ও মাটিরাঙা পৌর কমিটির আহবায়ক মো. জালাল উদ্দিন প্রমুখ। মানববন্ধন থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সাদিকুল ইসলাম, শান্ত হত্যাকাণ্ডসহ পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে চালানো দেশ বিদেশী বিভিন্ন ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনাসহ পার্বত্য চট্টগ্রাম থেকে তোলা নেয়া
সকল সেনা ক্যাম্প প্রতিস্থাপনের দাবি জানানো হয়। অন্যথায়,পার্বত্য চট্টগ্রামে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয়।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো: ছাদিকুল ইসলামকে অপহরণ করে অজ্ঞাত সন্ত্রাসীরা। তিনদিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকা থেকে ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।