পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মানবিক সহায়তা

purabi burmese market

করোনা সংকট কালে কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িঁছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে লংগদু, মাইনীমুখ, করল্যাছড়ি ও ইয়ারাংছড়ির দূর্গম এলাকার দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনা সদস্যরা। সেনাবাহিনীর সদস্যদের নিজস্ব রেশন থেকে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, আলু, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনী পণ্য বিতরণ করা হয়।

লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী জানান, করোনা মহামারীর সংকটাপন্ন পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের পাশে আর্ত মানবতার সেবা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।