পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন নব বিক্রম কিশোর ত্রিপুরা

NewsDetails_01

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাকে এবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রোববার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরাকে সচিব পদমর্যাদায় চুক্তিতে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ দুই বছরের চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছিলেন নব বিক্রম কিশোর ত্রিপুরা। গত ২৮ ফেব্রুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নব বিক্রম কিশোর ত্রিপুরার এই নিয়োগ গত ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন