পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ডের সম্মেলন কক্ষে সোলার প্যানেল বিতরণ
“ঘরে ঘরে বিদ্যুৎ” পৌছানোর কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটিতে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্টানিকভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় প্রধান অতিথি বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী “ঘরে ঘরে বিদ্যুৎ” পৌছানোর কার্যক্রমের অংশ হিসেবে পাহাড়ের দুর্গম অঞ্চলের মানুষের কাছে সোলার প্যানেল প্রদানের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পৌছে দেয়া হচ্ছে। তাই প্রকল্পের মাধ্যমে এসব পরিবারের মাঝে ১০০ ওয়াট সোলার পিক সোলার হোম সিষ্টেম ও ২০ ওয়াট পিক সোলার মোবাইল চার্জার বিতরণ হচ্ছে। অনুষ্ঠানে উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম, সদস্য (প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন