এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ধর্ম,বর্ণ, নারী ,পুরুষ নির্বেশেষে সকলের সার্বিক উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকারের আন্তরিকতার কারনে আজ পার্বত্য জেলাগুলো উন্নয়নের জোয়ারে ভাসছে। বান্দরবান জেলার প্রতিটা উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা থেকে শুরু করে প্রতিটা স্থানে উন্নয়নের ছোয়ায় আলোকিত।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, পৌরসভার মহিলা কাউন্সিলর সালেহা বেগম, বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাই হ্লা অং মার্মা, সাবেক ছাত্র নেতা আকাশ চৌধুরী, জেলা যুবলীগের সদস্য মং সিং হাই,উমং সিং মার্মাসহ বান্দরবানে বিভিন্ন নারী সমিতির নেত্রীবৃন্দরা।