পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসনের প্রস্তাবে রাঙামাটিতে পিসিএনপি’র তীব্র প্রতিবাদ

তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখা। সংগঠনটি এই প্রস্তাবকে ‘দেশদ্রোহিতার অংশ’ হিসেবে আখ্যায়িত করে ইউপিডিএফ-এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

আজ রোববার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পিসিএনপি রাঙামাটি জেলা কমিটির সভাপতি শাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান বলেন, “ইউপিডিএফ একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। যাদের কোনো রাজনৈতিক স্বীকৃতি বা নিবন্ধন নেই। তবুও জাতীয় ঐকমত্য কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে তাদের অংশগ্রহণ অত্যন্ত উদ্বেগজনক।”

NewsDetails_03

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত শনিবার জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার নেতৃত্বে একটি চার সদস্যের প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব তুলে ধরে।

এ দাবিকে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে পিসিএনপি নেতৃদ্বয় বলেন, “সরকারের অস্পষ্ট অবস্থান এবং নীরবতা একটি সন্ত্রাসী গোষ্ঠীকে এত বড় ধৃষ্টতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।”

তারা অবিলম্বে ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা এবং পার্বত্য এলাকায় তাদের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

আরও পড়ুন