করোনা মোকাবেলায় গৃহবন্ধী ও অসহায় মানুষদের সাহাযার্থে পার্বত্য জেলা পরিষদের ত্রাণ পৌঁছানো হচ্ছে বান্দরবানের বিভিন্ন দুর্গম পাড়ায় পাড়ায়। আর এরি অংশ হিসাবে আজ ৮টি পাড়ার ৫শ পরিবারের মাঝে ত্রাণ প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২মার্চ) সকালে বান্দরবান সদরের কোলাক্ষ্যং পাড়া, উজি পাড়া, লুলাইং পাড়া, খানসামা, ওয়াব্রাইন পাড়াসহ বিভিন্ন দুর্গম পাড়ায় পাড়ায় গিয়ে খাদ্য সামগ্রী হিসেবে অসহায় ও দরিদ্র প্রতি পরিবারকে ৮ কেজি করে চাউল, তেল ও ডাল প্রদান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ। এসময় বিভিন্ন পাড়াতে অবরুদ্ধ থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের জনসাধারণ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী গ্রহণ করে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তথ্য মতে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গৃহবন্ধীদের খাদ্য সরবরাহের জন্য ৫০লক্ষ টাকা ও ২শত মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্ধ করা হয়েছে এবং এই বরাদ্ধের অনুকুলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের ৭টি উপজেলার ৩৩ টি ইউনিয়নে গরীব ও অসহায়দের ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছে।