পার্বত্য জেলা পরিষদের ২০৭ বস্তা খাদ্য সামগ্রী রুমা সেনা জোনে হস্তান্তর
করোনা সংক্রামক মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলার ৭টি উপজেলায় বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে দুর্গম রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের জন্য ২ শত ৭ পরিবারের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (৬মার্চ) সকালে বান্দরবান সেনানিবাস এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এই খাদ্য সামগ্রী রুমা সেনা জোনের কাছে হস্তান্তর করা হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ২৭ বেঙ্গল রুমা জোনের সার্জেন্ট মোঃ সেলিম হোসেনের কাছে এই খাদ্য সামগ্রী হাতে তুলে দেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে এসময় পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়িমং সহ ২৭ বেঙ্গল রুমা জোনের সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।