পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির মাতা মাচয়ই অসুস্থ : পাঠানো হলো চট্টগ্রামে

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মাচয়ই
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মাচয়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র বান্দরবান শহরের রাজারমাঠস্থ নিজ বাসভবনে মাতা মচয়ই হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে জেলা শহরের ইমানুয়েল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতির না হওয়ায় তাকে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রামের ম্যাক্স হসপিটালে নেওয়া হয়েছে।
এসময় বান্দরবান ইমেনুয়েল মেডিকেল সেন্টারে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষন করেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু , ডা. জ্যোতিময় ম্রো, ডা.রাজিব ঘোষ।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতার ফুসফুসে কফ,ঠান্ডা নিমোনিয়া জনিত রোগ হতে পারে। আমরা ধারণা করছি, তাঁর বক্কব্যাধি রোগ হয়েছে, তাই তার উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের ম্যাক্স হসপিটালে প্রেরণ করেছি। আশা করছি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এসময় তাকে ইমেনুয়েল মেডিকেল সেন্টারে প্রতিমন্ত্রীর মাতাকে দেখতে ছুটে যান বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসসহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা।

আরও পড়ুন