পার্বত্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করলেন মোঃ মশিউর রহমান

purabi burmese market

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মোসাম্মৎ হামিদা বেগম এবং নবাগত সচিব মোঃ মশিউর রহমান এনডিসি’র সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে নব নিযুক্ত সচিব মোঃ মশিউর রহমান এনডিসিকে ফুল দিয়ে বরণ করে নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নবনিযুক্ত সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ মে ২০২৩ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে বদলিপূর্বক নিয়োগ প্রদান করা হয়।

মোঃ মশিউর রহমান এনডিসি বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০২১ সালের ১৭ আগস্ট পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগদান করেন। এর আগে ২০২১ সালের মে মাসে তিনি সচিব পদে ভূমি আপীল বোর্ড-এর চেয়ারম্যান হিসেবে পদায়ন লাভ করেন।

dhaka tribune ad2

এছাড়া তিনি সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) পদে সরকারের দায়িত্ব পালন করেন। তিনি নাটোর জেলার জেলা প্রশাসক পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

মোঃ মশিউর রহমান এনডিসি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি আমেরিকা, যুক্তরাজ্য, রাশিয়া, অষ্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

তাঁর সহধর্মিণী জনতা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে বর্তমানে উচ্চশিক্ষার্থে আমেরিকায় অধ্যয়নরত। ছোট মেয়ে গাজীপুর Islamic University of Technology (IUT)’র তৃতীয় বর্ষের ছাত্রী।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।