পার্বত্য চুক্তির ২২ বছর পূর্তিতে কাপ্তাইয়ে শান্তি র‍্যালি

শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলার কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা জোনের উদ্যোগে শান্তি র‍্যালি বের করা হয়।

শান্তি র‍্যালিটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে ওয়াগ্গা বিজিবি সদর দপ্তরে এসে শেষ হয়।

শান্তি র‍্যালিতে ওয়াগ্গা জোন কমান্ডার লে: কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সম্পাদক ইব্রাহীম খলিল, কেপিএম এর ব্যবস্হাপনা পরিচালক ড: এম এম এ কাদের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার অফির্সাস ইনচার্জ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ আশরাফ উদ্দিন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।

আরো উপস্থিত ছিলেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

আরও পড়ুন