পাহাড়ী নারী পাচারের অভিযোগে ঢাকায় আটক তিনজনকে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন রাঙামাটির আদালত। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে গ্রেপ্তাকৃতদের রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক কাউসার পারভীন এ আদেশ দেন।

জানা গেছে, রাঙামাটি থেকে পাচারের উদ্দেশ্য এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। এরপর তাকে ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে ওই ছাত্রী রাঙামাটির বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই বাঘাইছড়ি থানা পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে পাচারের সাথে জড়িত সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমা নামে তিনজনকে আটক করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার উত্তরার একটি বাসা থেকে পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।