পাহাড়ের দু‌র্যোগ ঠেকাতে আগাম সভা

NewsDetails_01

ভারী বৃ‌ষ্টিপাত, বন্যা, পাহাড়ধসসহ নানা দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ কমিটির কার্যকর ভূমিকা ও দায়দায়িত্ব পালনে সক্রিয় হবার অঙ্গীকার নিয়ে রাঙামা‌টি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

আজ শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দি‌কে জেলা প্রশাস‌নের হল রুমে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন রাঙামা‌টি সড়ক ও জনপথ বিভা‌গের নির্বাহী প্রকৌশলী স‌বুজ চাকমা, রাঙামা‌টি সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার রিফাত আসমা, রাঙামা‌টি প্রেস ক্লাব সভাপ‌তি সাখাওয়াত হো‌সেন রু‌বেল, বি‌ভিন্ন দপ্ত‌রের প্রতি‌নি‌ধি, সাংবাদিক বৃন্দ।

NewsDetails_03

সভায় সময়সাময়িক দুর্যোগ, বন্যা, পাহাড়ধস, বজ্রপাত থেকে রক্ষার উপায়, ঝু‌কিপুর্ন বসবাসকারীদের নিরাপ‌দ স্থা‌নে নি‌য়ে আসা ও স‌চেতনতা সৃ‌ষ্টিসহ জান মালের নিরাপত্তায় করণীয় বিষয় এবং সুরক্ষার বিষ‌য়ে আ‌লোচনা হয়। এছাড়া প্রতি উপ‌জেলার ইউএনও‌দের দু‌র্যোগ মোকা‌বেলায় পুর্ব প্রস্তু‌তি গ্রহনের জন্য ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে প্রয়োজনীয় নি‌র্দেশনা দেয়া হয়।

এদি‌কে আগামী ১০‌দি‌নের ম‌ধ্যে রাঙামা‌টি সদ‌রে ঝু‌কিপুর্ণ বসবাসকারী‌দের তা‌লিকা প্রনয়‌নের জন্য সদর উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার‌কে আহবায়ক ক‌রে ১১ সদস্য বি‌শিষ্ট এক‌টি ক‌মি‌টি ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

রাঙামা‌টির অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ( সা‌র্বিক) মোঃ সাইফুল ইসলাম ব‌লেন, আবহাওয়া অ‌ধিদপ্ত‌রের রি‌পোর্ট অনুযায়ী আগামী জুলাই মা‌সের শুরুর দি‌কে ভারী বৃ‌ষ্টিপাত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। পাহা‌ড়ে ভারী বৃ‌ষ্টিপাত হওয়া মা‌নে পাহাড়ধস, বন্যাসহ জানমালের ঝু‌ঁকি‌র আশংকা থা‌কে। তাই আসন্ন যে‌কোন দু‌র্যোগ মোকা‌বেলায় পুর্ব প্রস্তু‌তি গ্রহন করা হ‌য়ে‌ছে। সং‌শ্লিষ্ট দপ্তরগু‌লো‌কে যাবতীয় প্রস্তু‌তি গ্রহনের নি‌র্দেশনা দেয়া হ‌য়ে‌ছে। পর্যাপ্ত ত্রান মজুদ র‌য়ে‌ছে। দু‌র্যোগপুর্ণ এলাকায় দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে ত্রান পৌ‌ছে দেয়া যা‌বে।

আরও পড়ুন