পাহাড় ও বৃক্ষ নিধন করে লামায় ইটভাটা

জরিমানা ৭ লাখ ১০ হাজার টাকা

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটা পরিচালনার দায়ে এক ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের এফএসি ইটভাটা মালিক ফুরিদুল আলমকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ জরিমানার আদেশ দেন। এ সময় ১৮শ ঘনফুট জ্বালানি কাঠও জব্দ করা হয়। বৃক্ষ নিধন করে জ্বালানি কাঠ যোগানের অপরাধে ওই ভাটা মালিককে জরিমানা করা হয় আরও ১০ হাজার টাকা। এ জরিমানার আদেশ দেশ সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

NewsDetails_03

সূত্র জানায়, কোন রকম অনুমতি না নিয়ে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থাানে বেশ কয়েকটি ইটভাটা গড়ে তোলা হয়। এসব ইটভাটার মালিকরাা ইট তৈরির জন্য ভাটা সংলগ্ন পাহাড় ও গাছ কেটে সাবাড় করে ফেলছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে চলে অভিযান। এ সময় পাহাড় কাটা ও বৃক্ষ নিধন করে ইটভাটায় ব্যবহারের অপরাধে ভাটা মালিককে পৃথক জরিমানাসহ জ্বালানি কাঠ জব্দ করা হয়। একই সময় ভাটায় তৈরীকৃত কাঁচা ইট ও চুল্লির আগুন পানির সাহায্যে নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ও বৃক্ষ নিধনের দায়ে এফএসি ইটভাটা মালিককে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এবং পরিবেশ আইনে পৃথক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন