পাহাড়বার্তা’র সম্পাদক সাদেক হোসেন চৌধুরী করোনায় আক্রান্ত
পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র সম্পাদক,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) রাতে তার করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন, বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রু মার্মা।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু জানান, এ পর্যন্ত বান্দরবানে ৬ হাজার ৪শত ১৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৫ হাজার ৯ শত ৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ৯২৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৯০৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
তিনি আরো জানান,জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৬ হাজার ২শত ৯৮জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এবং সবাই সুস্থ রয়েছে।
জানা গেছে, পার্বত্য মন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী’র কয়েকদিন ধরেই ঠান্ডা, কাশি ও জ্বর ছিল। এ জন্যই তিনি ৩ এপ্রিল করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।
প্রসঙ্গত,করোনার শুরু থেকে সাধারন জনগণের সেবায় বিরামহীনভাবে সাদেক হোসেন চৌধুরী নিজেকে নিয়োজিত রাখেন। ওই সময়ে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থসহ ত্রান সামগ্রী বিতরণ করেন