পাহাড়বার্তায় সংবাদ প্রকাশের জের : ঝুঁকি ভাতা পাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা

NewsDetails_01

অবশেষে পার্বত্য চট্রগ্রামসহ সারাদেশের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ঝুঁকি ভাতা পাচ্ছেন।

গত ১২ এপ্রিল পার্বত্য চট্রগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’য় ” ওদের ছুটি নাই, ঝুঁকি নিয়ে কাজ করেন তাঁরা ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। মূহুর্তের মধ্যে সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরীর সহ অনেক কর্মকর্তা ও কর্মচারী সংবাদটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।

NewsDetails_03

তারই ফলশ্রুতিতে আজ(১৪ এপ্রিল) বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগ( সিবিএ) সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দীন এর সহিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও বিদ্যুৎ বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এর ঝুঁকি ভাতা ও সম্মাননা প্রদানের ব্যাপারে সন্তোষ জনক আলোচনা হয়েছে বলে জানান কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী।

উল্ল্যেখ যে, করোনা ভাইরাস সংক্রমণরোধে যখন সেবাখাত ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস আদালত, স্কুল কলেজ বন্ধ চলছে, সেই সময়েও রাতদিন ঝুঁকি নিয়ে কাজ করেন এই বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও লাইনম্যানরা।

আরও পড়ুন