পাহাড়ি জনপদে উন্নয়নের গণজোয়ার বইছে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

NewsDetails_01

শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে পিছিয়ে পরা পাহাড়ি জনপদে উন্নয়নের গণজোয়ার বইছে৷ গ্রামগুলো শহরে রুপান্তরিত হচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে৷

তিনি আরও বলেন, দেশ বিরোধী জামাত-বিএনপি চক্র দেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখতে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এসব ষড়যন্ত্র ও অপপ্রচারে জনগণ সায় দিচ্ছেনা৷

NewsDetails_03

শনিবার (২৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং এলাকায় আরআইডিপি সিএইচটি-২ প্রকল্পের আওতায় মাইনী নদীর উপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খাপাজেপ সদস্য শতরুপা চাকমা, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ, এলজিইডির উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক রহমান কবির রতন, সাংগঠনিক সম্পাদক মো.শফিক প্রমূখ৷

আরও পড়ুন