এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঁশের চারা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ন সচিব মো: শাহীনুল ইসলাম, প্রকল্প পরিচালক হারুণ-অর-রশিদ, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো:আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছির আরাফাতসহ বিভিন্ন উপজেলার বাঁশ চাষীরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে ৫০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২১৫টি করে বাঁশের চারা বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়,পার্বত্য অঞ্চলে বাঁশ চাষ পদ্ধতির উন্নয়ন ও বাঁশ চাষের আওতা বৃদ্ধি করে ক্ষুদ্র উদ্যোত্তাদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে অনগ্রসর জনগোষ্টির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা হবে। চলতি বছর বান্দরবান জেলার সাত উপজেলায় মোট ১ হাজার ৬শত পরিবারের মধ্যে এই বাঁশের চারা বিতরণ করা হবে।