দীপংকর তালুকদার যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারোও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠানোর জন্য আহ্বান জানান। রাইখালী রিফুজি পাড়া সরকারি স্কুল সংলগ্ন মাঠে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাঙ্গামাটি জেলার সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা,রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছূপ তালুকদার,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল,কাপ্তাই যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক, শেখ মোহাম্মদ নাছের।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী রাইখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। সবশেষে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।