পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে প্রভাব পড়বে : দীপংকর তালুকদার

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
পাহাড়ে এখনোও অবৈধ অস্ত্র রয়েছে, তাই এই সব অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে, রবিবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার কথা বলেন।
দীপংকর তালুকদার যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারোও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠানোর জন্য আহ্বান জানান। রাইখালী রিফুজি পাড়া সরকারি স্কুল সংলগ্ন মাঠে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাঙ্গামাটি জেলার সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা,রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছূপ তালুকদার,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল,কাপ্তাই যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক, শেখ মোহাম্মদ নাছের।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী রাইখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। সবশেষে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।