পাহাড়ের উন্নয়ন ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে হবে : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের উদালবনিয়ায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
পাহাড়ের উন্নয়ন ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকারের আমলেই পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে কাজ করে যেতে হবে। আজ শুক্রবার সকালে বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের উদালবনিয়ায় ৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৬ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, ব্রীজ, কালবার্ট, মন্দির, মসজিদ, কেয়াং ও গির্জা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে আর এর সুফল ভোগ করছে পার্বত্য এলাকাবাসী সহ সারাদেশে জনসাধারণ।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে উদালবনিয়া হতে থংজমা পাড়া যাওয়ার রাস্তা ও ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লাখ টাকা ব্যয়ে রাজবিলা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ১৫ লাখ টাকা ব্যয়ে উদালবনিয়া চাকরীজীবী কল্যাণ সমবায় সমিতি পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লাখ টাকা ব্যয়ে রাজবিলায় জাদি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন,২৫ লক্ষ টাকা ব্যয়ে রাজবিলা বৌদ্ধ বিহারের সীমা ঘর নির্মাণ, ৫০ লক্ষ টাকা ব্যয়ে উদালবনিয়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসা প্রু, সদস্য ম্রাসা খেয়াং, সদস্য তিংতিং ম্যা, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু, ৩১৯নং রাজবিলা মৌজার হেডম্যান রুই প্রু অং চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। স্থানীয়দের আশাবাদ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রাজবিলা ইউনিয়নের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

আরও পড়ুন