পাহাড়ের উন্নয়ন বাধাগ্রস্থ করতে কেউ চেষ্টা করলে প্রতিহত করুন: বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের চিম্বুক পাহাড়ের লাইমী পাড়ায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পাহাড়ের উন্নয়ন বাধাগ্রস্থ করতে কেউ চেষ্টা করলে তাদের সবাই মিলে ঐক্যবন্ধ ভাবে প্রতিহত করুন। পার্বত্য চট্রগ্রামের বম সম্প্রদায়ের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ইয়ং বম এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে একথা বলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
এ উপলক্ষে জেলার চিম্বুক পাহাড়ের লাইমী পাড়া চিম্বুক জুনিয়র হাই স্কুল মাঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করেন।
ইয়ং বম এসোসিয়েশনের সভাপতি ভানত্নির বমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ এক আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন এসইউপি, এনডিইউ, পিএসসি, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু মারমা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ফিলিপ ত্রিপুরা, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, ইয়ং বম এসোসিয়েশনের সহ সভাপতি সিমন আমলাই প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বম সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগ নিয়েছে। তবে সন্ত্রাস চাঁদাবাজী কোন ভাবেই সহ্য করা হবে না।
এদিকে পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন এলাকার বম সম্প্রদায়ের পাড়া থেকে বম নারী পুরুষ এই অনুষ্ঠানে যোগ দেয়। বম সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয় বান্দরবানের চিম্বুক পাহাড়ের লাইমী পাড়া। বম সম্প্রদায় নেচে গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করে। এছাড়া সেনাবাহিনী বম সম্প্রদায়ের সহযোগিতায় লাইমী পাড়া স্কুল মাঠে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে দুর দুরান্ত থেকে আসা নারী পুরুষ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসে।
উল্লেখ্য, পার্বত্য চট্রগ্রামে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বম সম্প্রদায় অন্যতম। এদের মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ১৯৭৬ সালে বম সম্প্রদায়ের ঐতিহ্য সাংস্কৃতি রক্ষায় বম সম্প্রদায়ের তরুণদের নিয়ে ইয়ং বম এসোসিয়েশন গঠিত হয়। এই সংগঠনটি বম সম্প্রদায়ের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

NewsDetails_03

বান্দরবানের চিম্বুক পাহাড়ের লাইমী পাড়া পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

আরও পড়ুন