পাহাড়ের চাঁদাবাজি ও চোরাচালানির অর্থ নজরদারির তাগিদ দিলেন ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান
পাহাড়ের চাঁদাবাজি ও চোরা-চালানির অর্থ সন্ত্রাসীরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে কিনা সে বিষয়ে স্থানীয় ব্যাংকগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। আজ শনিবার সকালে রাঙামাটিতে ইসলামী ব্যাংক লিমিডেটের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে মানি লংন্ডারিং অর্থায়নে সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক এক শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম জোন প্রধান মোহাম্মদ সালেহ ইকবালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ হুমায়ন কবীর। এছাড়াও বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের ডেপুটি সহকারী নির্বাহী পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, রাঙামাটি ডিজিএফআই এর প্রধার কর্ণেল মোঃ শামসুল আলমসহ বিভিন্ন স্থানীয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো বলেন, মানি লংন্ডারিং অর্থায়নে সন্ত্রাস প্রতিরোধে মানি লংন্ডারিং আইন অনুযায়ী কার কি কি দায়িত্ব, কি কি করনীয় সে বিষয়ে বিভিন্ন আলোকপাতসহ রাঙামাটির স্থানীয় বিভিন্ন ব্যাংকের ৫৭ জন কর্মকর্তাকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।