পাহাড়ে শান্তির নব দিগন্ত উন্মোচন করবে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী

এগারো বছর পেরিয়ে বারো বছরে পদার্পন করেছে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী। শনিবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্বাড়ম্বরে পালিত হলো ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোন সদরের সুসজ্জিত প্যান্ডেলে মাটিরাঙ্গা জোন অধিনায়ক রে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি, সেকেন্ড লেফটেনেন্ট উইদাদ ইসলাম নিলয় ও এসএম নজরুল ইসলামকে সাথে নিয়ে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী‘র কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল অনুষ্ঠানের শুভ সুচনা করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামরুজ্জামান, এনডিসি, পিএসসি,জি।

NewsDetails_03

প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামরুজ্জামান, এনডিসি, পিএসসি,জি বলেন, সেনাবাহিনীর অঙ্গনে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী বয়সে কম হলেও এ ইউনিটের অর্জন অনেক বেশী। এ ইউনিট পাহাড়ে শান্তির নব দিগন্ত উন্মোচন করবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সৈনিকদের দেশপ্রেমে উজ্জীবীত হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহবান জানান।

অনুষ্ঠানে শুরুতেই ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে. কর্ণেল কাজী মো: শামশের উদ্দিন পিএসসি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: গোলাম ফজলে রাব্বি পিএসসি, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: আবুল কালাম, পিএসসি,জি, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক ছাড়াও এ আয়োজনে পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সকল সৈনিকবৃন্দ অংশগ্রহণ করে।

এর আগে আমন্ত্রিত সামরিক-বেসামরিক অতিথিগণ জন্মদিন উপলক্ষ্যে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে. কর্ণেল কাজী মো: শামশের উদ্দিন পিএসসি‘র হাতে ফুল ও উপহার তুলে দেন

আরও পড়ুন