পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পাহাড়ে আদিবাসীদের নিশ্চিহ্নের ষড়যন্ত্র চলছে। পাহাড়ে সেনাশাসনে অতীষ্ট জুম্ম জনগণ। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের নামে সরকার প্রতারণার খেলা খেলছে।
আজ শুক্রবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩ তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
![NewsDetails_03](https://paharbarta.com/wp-content/uploads/ad-space-news-details.png)
তিনি বলেন, পাহাড়ের মানুষ পরাধীনতার শিকলে অাবদ্ধ। সেনাশাসনের যাতাকলে পিষ্ঠ এখানকার জনজীবন। চুক্তিতে সেনা ক্যাম্প তুলে নেয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন করেনি। যার কারণে জুম্ম জনগণ শংকিত। চুক্তি বাস্তবায়নে আন্দোলনরত পাহাড়ী জনগোষ্ঠীকে নানা ভাবে দমিয়ে রাখার চক্রান্ত চলছে। তিনি অনতিবিলম্বে চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, সাংবাদিক নজরুল কবির, শিক্ষক শিশির চাকমা, আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ম্যাথিউ চিরান, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা।