পাহাড়ে হানাহানি ও ভাতৃঘাতি সংঘাত বন্ধ করুন : দীপংকর তালুকদার
পাহাড়ে হানাহানি ও ভাতৃঘাতি সংঘাত বন্ধ করতে বিবাদমান সকল পক্ষের প্রতি আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি।
আজ শনিবার (২৭ নভেম্বর) সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়নে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাঙ্গামাটি জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজকে অস্থিতীশীল রেখে কখনোই মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। হানাহানি ও সংঘাত কখনো সমাধানের পথ হতে পারে না।
বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক উদয়ন বড়ুয়া সভাপতিত্বে সভায় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা এস এম নাসির উদ্দিন মানিক, এম এ গাফ্ফার কুতুবী, ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন, এম এ মোতালেব তালুকদার, শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, যুব লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহানসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভায় রাঙ্গামাটি জেলার আওতাধীন ১০টি উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।