স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন (এলসিবিসিই) কর্মসূচীর আওতায় শিশু ও নারীদের জন্য উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পণা-১৭ উপলক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রিভিও ও প্লানিং সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফ এর সহযোগিতায় এ সভার আয়োজন করে উপজেলা সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার প্রশংসনীয় ভূমিকা রাখছে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প। রিভিও প্লানিং সভায় সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায় থেকে উঠে আসা প্রস্তাবনাগুলো উর্দ্ধতন প্রশাসনকে অবহিতসহ উপজেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি ।
এছাড়াও সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক একেএম রেজাউল হকের পরিচালনায় আইসিডিপির প্রাক-শিক্ষার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয় নিয়ে মেডিকেল অফিসার ডা: পলাশ চৌধুরী, পানি ও পয় নিষ্কাষণ ব্যবস্থা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন প্রমুখ।