পিণ্ড দানের মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হল প্রব্যজ্যানুষ্ঠান

NewsDetails_01

বান্দরবানে পিণ্ড দানের মধ্যে দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের সাতদিনব্যাপি প্রব্যজ্যানুষ্ঠান শেষ হয়েছে । শুক্রবার সকালে জেলার রাজ বিহার থেকে পাঁচশতাধিক শ্রামণ খালি পায়ে যাত্রা শুরু করে । চিবর (এক ধরনের বিশেষ কাপড়) পরিধান করে শ্রামণরা জেলা শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করেন । এ সময় পূণ্যার্থীরা আর্শীবাদ ও মঙ্গল কামনার জন্য শ্রামণদের পূর্ব পুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান ও বিভিন্ন দানীয় বস্তু উৎসর্গ করেন । বিকেলে বিহারে গুরুভান্তের ধর্মীয় উপদেশ দান এবং ভক্তদের হাজার প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয় । নিজের লোভ, লালসা, দু:খ আর ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য সংসার ত্যাগ করে সাতদিন ব্যাপী বিহারে থাকেন শ্রামণরা । গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে পুণ্যলাভের জন্য ভক্তরা ভগবান বুদ্ধের উদ্দেশ্য ত্রিপিটক, বৌদ্ধ মূর্তি,অর্থ বৃক্ষ দান করেন ।

আরও পড়ুন