বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদান এবং বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বান্দরবানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। আজ বিকেলে জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বান্দরবান শহরের মাদ্রাসা শপিং কমপ্লেক্স এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ শহরের ২নং গলিতে তা আটকিয়ে দেয়। পরে সেখানেই জেলা বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এই সময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ম্যামাচিং,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমাণ গণি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা,বিএনপির সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা যুব দলের আহব্বায়ক মোঃ আবু বক্কর,জেলা যুব দলের যুগ্ন আহব্বায়ক মোঃ আবিদুর রহমান আবিদ,মোঃ রেজা,রিটল বিশ্বাস,সেলিম রেজা,মোঃ ফরিদ,ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু,মোহাম্মদ আলীসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপির সভানেত্রী ম্যামাচিং বলেন, এখন মানুষের জানের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, মানুষ শান্তিতে ঘুমাতে পারছেনা, তাই এই বাকশালি আওয়ামীলীগ সরকারকে হটিয়ে এই পরিস্থিতির দ্রুত অবসান করতে হবে। এজন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে নামতে হবে। এসময় সমাবেশে বিএনপির অন্য নেতারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদান এবং বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতার করে পার পাবেনা আওয়ামীলীগ সরকার, সময় হলে এর জবাব দেওয়া হবে।