পুলিশের বাঁধা উপেক্ষা করে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে দলের প্রতিষ্ঠা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে র্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। নেতাকর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে র্যালি বের করে। র্যালিটি শহরের শাপলা চত্বর পৌঁছলে আবারও পুলিশের বাঁধার মুখে পড়ে। সে বাঁধাও উপেক্ষা করে র্যালিকারীরা খাদ্য গুদাম সংলগ্ন জিয়াউর রহমানের প্রতিকৃতিতে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। র্যালি শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাহাড়ী সম্প্রদায়ের র্যালি: বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে বিএনপি সমর্থিত চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়। বৃৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালি বের করে পাহাড়ী সম্প্রদায়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাদ্য গুদাম সংলগ্ন জিয়াউর রহমানের প্রতিকৃতিতে এসে পুষ্পমাল্য অর্পণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মনীন্দ্র কিশোর ত্রিপুরা, সহ-সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহববুল আলম সবুজ, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো: আসাদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আনিসুল আলম, সাধারণ সম্পাদক মো: ইকরামসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।