মেয়র বলেন, রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভা কক্ষে দুটি কোম্পানিকে শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে । টিআর ট্রাভেলস কোম্পানিকে বান্দরবান-ঢাকা হয়ে রংপুর সড়কে ২টি সার্ভিস এবং হানিফ বাস সার্ভিসকে বান্দরবান থেকে ঢাকা সড়কে নতুন ২টি বাস সার্ভিস সেবা চালু রাখার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
ওই সময় বৈঠকে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, ৯নং ওয়ার্ড কাউন্সিল আবুল কালাম, বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম,বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, মো: মুসা কোম্পানি সহ অনেকে উপস্থিত ছিলেন।