পোকা মাকড়ের আক্রমন থেকে ফসল রক্ষায় বান্দরবানে আলোর ফাঁদ

NewsDetails_01

পোকা মাকড়ের আক্রমন থেকে ফসলকে রক্ষা করতে আর কৃষকদের আরো বেশি সচেতনতার লক্ষ্যে বান্দরবানে জমিতে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত সোমবার সন্ধ্যায় জেলা সদরের ২নং তারাছা ইউনিয়নের ছাইংগ্যা দানেশ পাড়ায় এই আলোর ফাঁদ স্থাপন করেন রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিস।

NewsDetails_03

এসময় কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের জমিতে আলোর ফাঁদ স্থাপন বিষয়ে বিশদ ধারণা দেন এবং বলেন, জমিতে এই আলোর ফাঁদ স্থাপন করা হলে ফসলে পোকার আক্রমন অনেকটাই কম হবে। এসময় কৃষি অফিসের কর্মকর্তারা আরো বলেন, এই আলোর ফাঁদের মাধ্যমে উড়চুগা পোকা ,চুংগী পোকা,গান্ধি পোকা,ডগা ছিদ্রকারী পোকাসহ বিভিন্ন ধরণের ক্ষতিকর পোকা খুব সহজেই এই ফাঁদে আটকা পড়বে এবং ফসল পোকার আক্রমন থেকে অনেকটাই রক্ষা পাবে।

এসময় বান্দরবান ইক্ষু ও গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ক্যছেন, রোয়াংছড়ি উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো:বেলাল হোসেন, ছাইঙ্গ্যা ২নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার মো: মোরশেদসহ এলাকার বিভিন্ন কৃষকেরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন