প্রকৃত ত্যাগী ছাত্ররাই যেন ছাত্রলীগের নেতৃত্বে আসে : দীপংকর তালুকদার এমপি

কাপ্তাই ছাত্রলীগের সম্মেলন

NewsDetails_01

আজকের বাংলাদেশে ছাত্রলীগ একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। সংগ্রামে আন্দোলনে তাঁদের ভূমিকা প্রশংসনীয়। আগামীতে যাতে প্রকৃত ত্যাগী ছাত্ররাই এই সংগঠনের নেতৃত্ব আসে, সেইজন্য সকলকে সজাগ থাকতে হবে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার একথা বলেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সহ সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, দীপ্তিময় তালুকদার, প্রকৌশলী আবদুল লতিফ, বির্দশন বড়ুয়া, সাধারন সম্পাদক ইব্রাহীম খলীল, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

NewsDetails_03

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুমন। সম্মেলনে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন জানান, পরবর্তীতে জেলা কমিটির সাথে পরামর্শ করে উপজেলা কমিটি ঘোষণা করা হবে।

আরও পড়ুন