প্রতিটি নাগরিককে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে : কুজেন্দ্র লাল ত্রিপুরা
প্রতিটি সমাজে ও রাষ্ট্রে যদি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে না উঠে তাহলে কখনো প্রকৃত উন্নয়ন সাধিত হয় না। কারণ শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারেনা। তাই প্রতিটি নাগরিককে সু শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রে মানবিক ভাবে ভূমিকা রাখতে হবে।তবেই একটি উন্নতি সম্ভব।
আজ ১ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনি কক্ষ উদ্বোধন ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এইসব কথা বলেন।
বিদ্যালয় কমিটির সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে ও অমর ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন প্রমূখ।