প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় বান্দরবানে কাজ করছে রেডক্রিসেন্ট
প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজে অন্যান্য সাধারণ জনগণের পাশে সমতার ভিত্তিতে বসবাস করে জীবনধারণ করতে পারে সেজন্য বান্দরবানসহ পার্বত্য জেলায় বিগত ১০বছর ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
আজ বুধবার(২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট কার্যালয়ের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার এমন মন্তব্য করেন।
এসময় তিনি জানান, ১৫ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি সমাজে বসবাস করছে আর তাদের শারীরিক বাঁধার কারণে যাতে সমাজে তারা পিঁছিয়ে না যায় সেজন্য আইসি আরসি এর সহায়তার মাধ্যমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ৩পার্বত্য জেলার শারীরিক প্রতিবন্ধীদের বিনামুল্যে চিকিৎসা, কৃত্রিম অঙ্গপ্রতঙ্গ- হুইল চেয়ার সরবরাহ,অর্থনৈতিক সহয়াতাসহ নানমুখী সেবা প্রদান অব্যাহত রেখেছে।

এসময় আইসি আরসি ঢাকার ডিসএ্যাবিলিটি ইনক্লুসন এ্যাডভাইজার কাজী ইমদাদুল হক জানান, ৩ পার্বত্য জেলায় শারীরিক প্রতিবন্ধীদের সেবার জন্য কোন ভালো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি,সেই সাথে পার্বত্য এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের অর্থনৈতিক ক্ষমতা যতেষ্ট না থাকায় ও যোগাযোগ ব্যবস্থ্যা ভালো না হওয়ায় অনেক প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছে আর আর তাই আইসিআরসি এর সহায়তার মাধ্যমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পার্বত্য জেলায় শারীরিক প্রতিবন্ধীদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।
এসময় তিনি আরো জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য কাজ করছে আর ২০২৪ সালে শুধুমাত্র পার্বত্য এলাকায় (বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) ১১৫জন প্রতিবন্ধী বাচাই করে তারমধ্যে ৪৭ জনকে নানামুখী সেবা প্রদান করা হয়েছে।
মতবিনিময় সভা শেষে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটে শারীরিক প্রতিবন্ধীদের সহজেই অফিসে প্রবেশের জন্য একটি সিড়ির উদ্বোধন করেন আয়োজকেরা।
এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার, আইসি আরসি ঢাকার ডিসএ্যাবিলিটি ইনক্লুসন এ্যাডভাইজার কাজী ইমদাদুল হক, ডিজিটাল এন্ড প্রিন্ট প্রোডাকসন অফিসার সাবির হোসেন, জাতীয় সদর দপ্তর ঢাকার ফিল্ড অফিসার ও পিআরপি হেলথ ফোকাল রুমা আক্তার, উপ-সহকারি পরিচালক (সম্পত্তি বিভাগ) শেখ মোঃ আলমগীর হোসেনসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।