খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মাচয়ই এর রোগ মুক্তির জন্য খাগড়াছড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল,জেলার সকল বৌদ্ধ মন্দির, সকল হিন্দু মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত,গত ১৮ ফেব্রুয়ারি সকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র বান্দরবান শহরের রাজারমাঠস্থ নিজ বাসভবনে মাতা মাচয়ই হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে জেলা শহরের ইমানুয়েল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতির না হওয়ায় তাকে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রামের ম্যাক্স হসপিটালে নেওয়া হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।