রবিবার সকালে বান্দরবান সদর উপজেলার রেইছা বাজারে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের কারণে হতদরিদ্র জনসাধারণ ১০ টাকা কেজিতে চাল পাচ্ছে, আগামীতে ও এসব হতদরিদ্র জনসাধারণের জন্য নানা সুযোগ সুবিধা নিশ্চিত করবে বর্তমান শেখ হাসিনা সরকার।
জেলা খাদ্য বিভাগ জানায়,সরকারের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় বান্দরবানের ৭ উপজেলার ৩৩টি ইউনিয়নে ৫২ জন ডিলারের মাধ্যমে ১৯ হাজার ৭৫২ জন কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে।
1 মন্তব্য
বীরবাহাদুর সরকার বার বার দরকার