প্রত্যেক ধর্ম মানুষের জন্য-সমাজের জন্য, তেমনি জনগণের দ্বারা নির্বাচিত সরকারও জনগণের জন্য মঙ্গলের জন্য কাজ করে আসছেন।
আজ ২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুর আড়াই টায় রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া বৌদ্ধ বিহার উৎসর্গ অনুষ্ঠানে প্রধান দায়ক এর বক্তব্যে দীপংকর তালুকদার এমপি একথা বলেন।
উদযাপন কমিটি, শিষ্য- প্রশিষ্য ও দায়ক দায়িকাবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য নিউচিং মারমা,রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ এবং হাজার হাজার দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
এর আগে নাইক্যছড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের, দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এবং আমন্ত্রিত অতিথিরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদ এর বাস্তবায়নে নব নির্মিত বিহার ভবন কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন।