প্রত্যয়ী তেইশের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলেন আলীকদম সেনা জোন

NewsDetails_01

বান্দরবানের আলীকদমে বর্ণিল আয়োজনে পালিত হল প্রত্যয়ী ২৩ বীর ব্যাটালিয়নের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরের প্রত্যয়ী ২৩ বীরের আলীকদম সদর দপ্তরের জাকজমকপূর্ণ এ অনুষ্ঠান পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাজ সাজ রব ও রং বেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয় পুরো ২৩ বীর সেনা জোন।
প্রত্যয়ী ২৩ বীরের জোন কমান্ডার লেঃকর্ণেল মনজুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক। অনুষ্টানের শুরুতেই কেক কাটেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুল হোসাইন,বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন, লামা বনবিভাগের বিভাগীয় মোঃ আরিফুল হক বেলাল, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, লামা-আলীকদম ইউপি চেয়ারম্যানগণ,সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক বলেন, নিরাপত্তা ছাড়া উন্নয়ন টেকসই হয় না। বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও দেশের জনগণের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত। বাংলাদেশ সেনাবাহিনী কখনও শত্রুকে ভয় করেনা, শত্রুর ভয়ে পিছু হটে না। শত্রু যতই শক্তিশালী হোক তাদের পরাজিত করার সাহস ও শক্তি আমাদের আছে। জনগণ ও দেশের নিরাপত্তায় শত্রুর বুলেটে নিজেদের প্রাণ দিতেও ভয় পাই না সেনাবাহিনী।

আরও পড়ুন