প্রথমবারের মতো বাঘাইছড়িতে ফুটবল একাডেমি উদ্বোধন

NewsDetails_01

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে রাঙ্গামাটির বাঘাইছড়িতে, বাঘাইছড়ি ফুটবল একাডেমী’র যাত্রা শুরু। আজ শনিবার (১ জানুয়ারি ২২) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে জমকালো আয়োজনে বাঘাইছড়ি ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এর সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বরুন বিকাশ দেওয়ান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জমির হোসেন,প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ,বাঘাইছড়ি ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ সিরাজুল ইসলাম, বাঘাইছড়ি ফুটবল একাডেমির সভাপতি মোক্তার হোসেন সোহেল,একাডেমির সাধারণ সম্পাদক রানা চাকমা সহ একাডেমি পরিচালনাকারী গন ও সকল সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়। আমরা আশা করি বাঘাইছড়ি ফুটবল একাডেমী অনেক দুর এগিয়ে যাবে, এই একাডেমি মাধ্যমে দেশ বিদেশে খেলার সুযোগ পাবে, বাঘাইছড়ি ফুটবল একাডেমির জন্য আমাদের সর্বাত্মক সহোযোগিতা থাকবে।

আরও পড়ুন