প্রথম অংশগ্রহনে চ্যা‌ম্পিয়ন বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়

রাঙামা‌টি সদর উপজেলার কুতুকছ‌ড়ি ইউ‌নিয়নের বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় প্রথমবারের মত ফুটবলে অংশ নিয়ে চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছে।

রাঙামা‌টি জেলা ক্রীড়া অ‌ফিসের আয়োজনে ফুটবল প্র‌তি‌যো‌গিতার ফাইনালে বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ২-০ গো‌লে মোনঘর আবাসিক বিদ্যালয়কে পরা‌জিত করে।

NewsDetails_03

শ‌নিবার সকালে বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টে‌ডিয়া‌মে ক্রীড়া প‌রিদপ্ত‌রের বা‌র্ষিক কর্মসু‌চির অাওতায় এ প্র‌তি‌যো‌গিতা আয়োচন করা হয়। দিনব্যাপী এ প্র‌তি‌যো‌গিতায় রাঙামা‌টি সদর ও পৌরসভার ৩টি বিদ্যালয় অংশ নেয়।

‌জেলা ক্রীড়া অ‌ফিসার মোঃ আফাজ উদ্দিনের সভাপ‌তি‌ত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শ‌ফিউল আজম।

অন্যদের মধ্যে সাবেক জেলা ক্রীড়া অ‌ফিসার স্বপন কি‌শোর চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন