প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ সোমবার (২২ মে) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, স্বপন বড়ুয়া ও কাজী মাকসুদুর বাবুল, যুগ্ম সম্পাদক আবুল ওহাব ও সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো হানিফ বাবুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীসহ কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত ছিলেন।