প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবানে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবানের বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আজ সোমবার (২২মার্চ) বিকালে বান্দরবান শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়, এরপর শুরু হয় সমাবেশে। এতে পৃথক ব্যানার নিয়ে অংশ নেন যুবলীগসহ আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

NewsDetails_03

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ’র গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

কর্মসুচিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সহ সভাপতি একে এম জাহাঙ্গীর, ক্যসাপ্রু, পৌর শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখর দাশ’সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন