প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল হত্যার চক্রান্ত করছে : ওবায়দুল কাদের

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মতবিনিময় সভায় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশী-বিদেশী একটি মহল তাকে হত্যার চক্রান্ত করছে। তিনি আরো বলেন,বিশ্ব জনমতের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
আজ রবিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্টান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ট্রাক খাদে পড়ে নিহত ৯ জনের পরিবারকে রেড ক্রিসেন্টের ১০হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন এবং ভিজিডি চাউল বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক সামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপিসহ বিজিবি, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন