প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রা‌বিপ্র‌বি’র একদিনের বেতন প্রদান

NewsDetails_01

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের ১লাখ টাকার অনুদান দিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ মঙ্গলবার (১৮ মে ২০) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এর নিকট অনুদানের চেক রাবিপ্রবি’র উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমার পক্ষে হস্তান্তর করেন রাবিপ্রবির উপপরিচালক (হিসাব) সাইফুল আলম।

NewsDetails_03

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে রাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গত এপ্রিল মাসের একদিনের বেতনের সমপরিমাণ টাকা ১লক্ষ টাকার একটি চেক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ করোনা ক্রান্তিকালে সকলকে যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসময় রাবিপ্রবি উপাচার্য করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা এবং জাতিকে সঠিক নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন