প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলো চন্দ্রঘোনার ৩০০ পরিবার

করোনা সংকটের মধ্যে রাঙ্গামটি জেলার কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের আরো ৩০০ কর্মহীন হতদরিদ্র পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে চন্দ্রঘোনা ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে আরো ৩০০ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে, এছাড়া প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উপহারগুলো সামাজিক দুরত্ব নিশ্চিত কল্পে দুরবর্তী ওয়ার্ডের বাসিন্দাদের স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।

অন্যদিকে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং রাঙামাটি জেলা পরিষদ হতে এই পর্যন্ত প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।